এক জন ইসলামি ইউটিউবারদের রয়েছে অনেক গুলো দায়িত্ব কর্তব্য যে মেনে চললে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারবেন। আর এটা best new viral bangla waz এর মাধ্যমে খুব সহজেই জানা যায়। আজ আমরা সেই সম্পর্কে জানবো।
দায়িত্বশীল:
মানুষ মাত্রই ভুল করে। ভুল করা মানুষের এক প্রকারের সভাব বলতে পারেন। যারা ইসলাম নিয়ে আলোচনা করেন, ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করেন তাদের ও আলোচনার ভিতর কিছু সিল্প অব টার্ণ হয়ে যায়। তখন ইসলামি ইউটিউবারদের দায়িত্ব হয়ে পড়ে সেটা কে বাদ দিয়ে বিষয় ভিত্তিক আলোচনা গুলো ইউটিউবের মাধ্যমে প্রচার করা।
কর্তব্য:
একজন ইসলামি ইউটিউবারদের প্রাথমিক কর্তব্য হলো আদর্শের সাথে মানুষের সাথে কথা বার্তা বলা। যদি কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করে তাহলে রেগে না গিয়ে তাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলা প্রয়োজনে তার কমেন্টের রিপ্লাই দেওয়া থেকে বিরত থাকা। এবং উৎশৃঙ্খলা থেকে নিজেকে বিরত রাখা।আরো জানতে
No comments:
Post a Comment